পীরগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে প্রতারণার মাধ্যমে তিন আদিবাসীর জমি লিখে নেওয়ার চেষ্টার অভিযোগে জহুরুল ইসলাম মিঠু নামে এক সাবেক সেনাসদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মিঠু চতরা ইউনিয়নের সুন্দলপুর (নীলদরিয়া) গ্রামের বাসিন্দা।
প্রতারিত চতরা টিকিরাপাড়ার দেওয়ান হাসদা বাদী হয়ে এ ব্যাপারে পীরগঞ্জ থানায় গত শুক্রবার মামলা করেছেন। বাদীর অভিযোগ, পৈতৃক সূত্রে পাওয়া তিন একর ৭৯ শতক বেদখলকৃত জমি উদ্ধারের জন্য জহুরুল ইসলাম মিঠুকে আমমোক্তারনামা নিয়োগ করা হয়। পীরগঞ্জ গ্রামের দলিল লেখক অধীর চন্দ্রের যোগসাজশে মিঠু ১২ বিঘার স্থলে কৌশলে ১২ একর জমি আমমোক্তার দলিল করে নেওয়ার উদ্দেশ্যে যাবতীয় কাগজপত্র প্রস্তুত করে।
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *