অপরিচিত লাশ
এখনো ক্রমশ কেঁদে মরে বিক্ষুব্ধ এ স্মৃতি
যে স্মৃতি লাশের গন্ধে মাতাল,
চেঙে নদীর হাটু জলে
পাজন যখন যায় অতলে।
সেই স্মৃতি তাজায় তরুণ বলে,
এখনো লাশ ফেরেনি, নিজ ঘরে!
বেওয়ারিশ কত লাশ গুম হয়ে গেছে
স্বজনের চাপা কান্না আর হাহাকারে ভারী বাতাসে
মিশে গেছে জীবনের স্বাদ?
নষ্টামির দুনিয়ায় এ লাশ অপরিচিত আজ!
এ পরিচয় আজ জানি কতদূর
রাষ্ট্র-জনতা এ যোজন যেন বহুদূর, বহুদূর
হে লাশ! যেন মুক্তি মিলেছে তোমাতে আজ
নষ্ট এ স্রোতে ভেসে যাওয়া পরিচয়
ওপারে যেন ফিরে পাওয়া হয়।।
জীবন যেমনি সেখানে সুখের হয়,
পরিচয় যেথায় কভু না ঘুচানো রয়।
সে পৃথিবী নির্মাণে তবু
মিলে যায় যেন সে লাশের পরিচয়।।
1 Comment
Tapan Chakma Junmo
নভেম্বর ২১, ২০১৯, ৫:২৯ পূর্বাহ্ণদারুণ ভাবধারায় কবিতাটি চমৎকারভাবে ফুটিয়ে তুললেন। কবি মহোদয়ের জন্য শুভ কামনা ও অভিনন্দন।
REPLY