নিজস্ব প্রতিবেদক,ঢাকাঃ রাঙ্গামাটি লংগদু উপজেলার ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য রাজধানীর দৃক গ্যালারীতে চলছে আলোকচিত্র প্রদর্শনী। ঠোরাকাটা ক্রিয়েটিভস এর উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী শুরু হয়েছে ১৬অক্টোবর সোমবার। বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী রাশেদ খান মেনন এমপি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। আগুনে পুড়ে যাওয়া জুম্ম জনগণের বসতভিটার আলোকচিত্র নিয়ে এই প্রদর্শনী আয়োজন করা হয়েছে। এই ছাড়াও হিল আর্টিস্ট গ্রুপ তাদের আঁকা চিত্র কর্ম দিয়ে এই প্রদর্শনীতে সহায়তা করছে। প্রদর্শিত আলোক চিত্র এবং অংকিত চিত্র কর্মের বিক্রিত অর্থ লংগদুর ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রদান করা হবে। ১৮অক্টোবর বুধবার প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান। বিকাল ৫টায় দৃক গ্যালারীর মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, বিশেষ অতিথি থাকবেন চাকমা রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায়, পার্বত্য চট্টগ্রাম আন্তর্জাতিক কমিশনের সদস্য ইফতেখারুজ্জামান, শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিনী প্রমুখ। তিনদিন ব্যাপী এই অনুষ্ঠানমালা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে ।
উল্লেখ্য, লংগদুর স্থানীয় এক যুবলীগের নেতার মৃতদেহ পাওয়াকে কেন্দ্র করে সেটেলার বাঙালিদের কর্তৃক গত ২ জুন ৩টি পাহাড়ী গ্রামে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় পাহাড়ীদের অধিকাংশ বসত ভিটা পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তরা এখনও অধিকাংশই নিজ বসত ভিটায় ফিরতে পারেননি।
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *